মোঃ করিম, লামাঃ
লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বান্দরবান জেলা শিক্ষা অফিসের ষৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের মাঝে এক পুরস্কার বিতরণনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
( বৃহস্পতিবার ২৪ জুলাই) গত কয়েকবছরে লামা উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকৃত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) লামা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ কান্তি নাথ।
আরও পড়ুনঃ বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মোঃ খালিদ হোসেন, বান্দরবান জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক অরুণ কৃষ্ণ পাল, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু তৈয়ব, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ।
এছাড়া শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।