মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়
২৪ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ।
প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক (স্কুল) রাশেদুল ইসলাম, এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এ সম্মাননা পেয়ে আনন্দ ও গর্বে আপ্লুত হয়।
অনুষ্ঠানের শুরুতে দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মাধ্যমে তারা মেধার বিকাশ ঘটিয়ে একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলিতে গড়ে তোলার জন্য শিক্ষকদের সচেষ্ট হতে হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে