আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার মেইন সড়ক হতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য আনা ১০টি সিগন্যাল ওয়াকিটকি সেট, বিভিন্ন মালামাল সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনা সাব জোন।
আটককৃত চন্দন ত্রিপুরা (৪০) খাগড়াছড়ি জেলা সদরের ১নং প্রকল্প প্যারাছড়া গ্রামের সুতম ত্রিপুরার ছেলে।
চন্দন ত্রিপুরা একজন ঠিকাদার । সে সিএনজি করে (খাগড়াছড়ি থ-১১০০০৫) সিগনাল ওয়াকিটকি সেট সহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদ এর মাধ্যমে পানছড়ি সাব জোনের ডিউটি পোস্টে তল্লাশি কালে আটক করা হয়। পরবর্তীতে তাকে পানছড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী
আটককৃত চন্দন ত্রিপুরা জানান, “স্বপ্ন কম্পিউটার, খাগড়াছড়ি” নামক একটি প্রতিষ্ঠানের ০১৭২৮১৪৫৭৬৪ নম্বর হতে তাকে ফোন করে নির্দেশনা দেয়া হয়, যেন তিনি এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে ১টি কার্টুন সংগ্রহ করে তা পুজগং মধুমঙ্গলপাড়া সিএনজি ওয়ার্কশপে পৌঁছে দেন। তবে তিনি এ সকল বিষয়ের কিছুই জানেন না। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে তার কাছে এমন সামগ্রী বহন ও ব্যবহার সম্পূর্ণ অনৈতিক এবং সন্দেহ জনক।
পুলিশ সুত্র জানা যায়, এজেআর কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কার্টুনটির ভেতরের উপকরণ সম্পর্কে অবগত নয়। আটককৃত কার্টুনে থাকা ১০টি ওয়াকিটকি ও আনুষঙ্গিক সরঞ্জামাদি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত INFO TOUCH TECHNOLOGY নামক দোকান থেকে কেনা হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে, তারা ক্রেতার পরিচয় বা বিস্তারিত কিছু জানাতে পারেনি।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, এই মালামাল স্থানীয় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটককৃত চন্দন ত্রিপুরাকে আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালতে পাঠানো হবে।