স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ২০ জুলাই ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর আয়োজনে রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের এক প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার “AI Career: Vibe Coding to Scaled Apps”। শিক্ষার্থী ও প্রযুক্তি অনুরাগীদের মধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান এবং রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুনঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা ও ফল উৎসব অনুষ্ঠিত
ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ মোহাম্মদ মাহদী-উজ-জামান, যিনি বর্তমানে Amazon Web Services (AWS)-এ Software Architect এবং Cybage-এর Vice President – AWS Strategic Alliances & Go-to-Market (GTM) পদে কর্মরত। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, স্কেলড অ্যাপ ডেভেলপমেন্ট এবং গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
ইউসিটিসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ কর্তৃক আয়োজিত এ ওয়েবিনারে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তি অনুরাগী অংশগ্রহণ করেন। সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং প্রাঞ্জল উপস্থাপনা আয়োজনে নতুন মাত্রা যোগ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।