আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির কলেজ মোড় এলাকায় অতিথি কমিউনি সেন্টার হলরুমে ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে জেলার ডুমরিয়ায় স্থাপিত “মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ” এর ২৫ তম বছর পূতি ও কবি কামিনী রায় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ এর সভাপতি ও বিশিষ্ট নাট্যকার পঙ্কজ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক, গবেষক ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মু. আম আমীন বাকলাই।
আরও পড়ুনঃ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধা জেলা জাসাসের মানববন্ধন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক আনিসুর রহমান পলাশ, কবি ও সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনির, কবি ও সহকারী অধ্যাপক পীযুষ বব্দ্যোপাধ্যায়, কবি ও শিক্ষক শিমুল সুলতানা হেপী, কবি ও শিক্ষক মোঃ কামরুল ইসলাম শিমুল, কবি ও সনামধন্য গীতিকার ডাঃ জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী আশুতোষ শিকদার ও বরিশালের বিশিষ্ট সমাজকর্মী তারিন আহম্মেদ সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সুযোগ্য সংবাদ পাঠিকা ও শিক্ষক হৈমন্তী শুক্লা ওঝা ও সাংবাদিক মানিক রায়সহ পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের শতাধিক গুণী কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে আয়োজিত প্রতিষ্ঠানের ২৫ বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা,
কবি কামিনী রায় ও কবি জীবনানন্দ দাশ এ-র জীবনী নিয়ে ব্যাপক আলোচনা ও সংগীত অনুষ্ঠান শেষে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ এর পক্ষ থেকে গুণী কবিদের মধ্যে কবি কামিনী রায় সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।