মোঃ রাজিউর রহমান রাজু। ঠাকুরগা জেলাঃ
ঠাকুরগাঁও এর নতুন পর্যটন স্থান!
বাংলাদেশের যত পোল ব্রিজ আছে চলাচলের রাস্তার পাশে এই ধরনের দৃষ্টি নন্দিত নির্মান যেন পথচারীদের হৃদয়ে আনন্দে ভরে উঠে মন।
এমন একটি সুন্দর দৃশ্য গড়ে উঠে ঠাকুরগায়ে।
যেখানকার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য রয়েছে বসার স্থান। রয়েছে গোসল করার জন্য সুবিশাল জলস্রোত।
আরও পড়ুনঃ “৫০ হাজার চাঁদা না দিলে পশম তুলে ফেলব” — রাজীবপুরে জামায়াত নেতার হুমকি!
ছবি তোলার জন্য প্রাকৃতিক পরিবেশ। যা ঠাকুরগাঁও জেলার পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
লোকেশন:
থানা: রুহিয়া
ইউনিয়ন: ঢোলার হাট
ব্যারিস্টার বাজার, বেলতলা ব্রিজ।