মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
লামার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠালছড়া এলাকায় জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এক অসহায় পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।একই এলাকার স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদের ছেলে মোঃ মিজান, মহিউদ্দিন, ফরিদ উদ্দিন, রেনুআরা বেগম এর বিরুদ্ধে।
ভুক্তভোগী আব্দুল শহীদ জানান বুধবার হঠাৎ করে তাহার ভোগদখলীয় জায়গায় ইউপি সদস্য পুত্র মিজানের নেতৃত্বে সাইফুল ইসলাম সহ দুই তিন জন লাঠিয়াল তাহার জায়গায় অনধিকার প্রবেশ করে জোর পূর্বক গাছ কাটা আরম্ভ করে।
গাছ কাটায় বাধা প্রদান করিলে হঠাৎ তাহার উপর মহিউদ্দিন সহ আরো বেশ কয়েকজন মিলে ধারালো দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে আক্রমণ করে। তাৎক্ষণিক তাহার পুত্রবধূ ঘটনাস্থলে এসে তাহাকে উদ্ধার করার চেষ্টা করলে তারপরও আক্রমণ করে মারধর করে।
আরও পড়ুনঃ নির্বাচন – লায়ন মোঃ গনি মিয়া বাবুল
পরবর্তীতে, সে ঘটনাস্থল থেকে চলে আসলে দ্বিতীয় পর্যায়ে মিজান তাহার উপর উত্তেজিত হয়ে খারাপ ব্যবহার করে ও এলোপাতাড়ি মারধর করে এবং তাহাকে প্রকাশ্যে মেরে ফেলা হুমকি প্রদর্শন করে।
ভুক্তভোগী পরিবারের দাবি আমি খুব অসহায়, আমি ও আমার পরিবারের সদস্যরা এখনো জীবন যুদ্ধে নিরবিকার হয়ে অসহায়ত্বভাবে জীবন যাপন করছি ।