এম বাদল খন্দকার(বিশেষ প্রতিনিধি)ঃ
একদিকে মেয়ে ময়না হ*ত্যার বিচার, অন্যদিকে নিজ স্ত্রীর মাথার ওপর সন্তান হ*ত্যার অপ’বাদ। কারণ, অসংখ্য মানুষের অভিযোগ ময়নাকে তার মা হ*ত্যা করেছেন। এ অবস্থায় ময়নার প্রবাস ফেরত বাবা আবদুর রাজ্জাক পড়েছেন মাইনকার চিপায়।
এ পরিস্থিতিতে মিডিয়ার সামনে আনছেন না স্ত্রী নীপা বেগমকে। নিজেও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন। স্ত্রীকে মিডিয়া থেকে আড়ালে রাখতে স্বামী আবদুর রাজ্জাক একটি কৌশল বেছে নিয়েছেন।
তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে গত দুইদিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং সারাদিন ঘুরে রাতে বাড়িতে ফিরেন স্বামী-স্ত্রী। যদিও ময়নার বাবার দাবি, তিনি ও তার স্ত্রী তাদের একজন অসুস্থ মানুষকে দেখতে হাসপাতালে যান গাড়ি করে। এছাড়াও নিজেরা ডাক্তার দেখান।
কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলছেন ভিন্ন কথা। এলাকার অনেকের দাবি, আবদুর রাজ্জাক মেয়ে হারানোর শোক ভুলে এখন সন্তান হ*ত্যার দায় থেকে স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হাঁটছেন। দুইদিন আগে মাথার চুল ও গোঁফে কালার করিয়ে এখন পাষাণ পিতার ভূমিকায় আছেন। তিনি এখন নিজে স্ত্রীর পক্ষ নিয়ে বলছেন – “আমার স্ত্রীর প্রতি বিশ্বাস আছে, আমার স্ত্রী ময়নাকে হ*ত্যা করতে পারে না।”
আরও পড়ুনঃ জামায়াত-এনসিপিকে কী আকৃষ্ট করছে
এ অবস্থায় ময়নার মা ও বাবার ভূমিকা রহ*স্যজ’নক! ময়নার মাকে মিডিয়া থেকে আড়ালে রাখতে স্বামী আবদুর রাজ্জাক ভিন্ন কৌশল বেছে নিয়েছেন, এমন দাবি এলাকার অসংখ্য মানুষের।
উল্লেখ্য, পঞ্চম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ময়না (৯) গত শনিবার (৫জুলাই) বিকেলে নি’খোঁজ হয়। পরদিন রবিবার (৬জুলাই) ভোরে বাড়ির পাশে মসজিদের দোতলা থেকে ময়নার র*ক্তা*ক্ত লা*শ উদ্ধার হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া গ্রামের চন্দু মিয়া পাড়ার প্রবাসী আবদুর রাজ্জাক মিয়ার মেয়ে।
এ ঘটনায় নি*হত ময়নার মা নীপা বেগম বাদী হয়ে অ’জ্ঞাত’নামা আ’সামি দিয়ে সরাইল থানায় হ*ত্যা মা’মলা দায়ের করেছেন। পুলিশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ কয়েকজনকে জি’জ্ঞাসা’বাদের জন্য হেফাজতে নেয়।