রোকেয়া,বগুড়া জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্তর্গত নেপালতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের পাশে নেপালতলী ইউনিয়ন ভূমি অফিস স্থাপন এর জন্য ইতিমধ্যেই কোটেশন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয়েছে।
কিন্তু অত্র ইউনিয়নের কদমতলীতে উক্ত ভূমি অফিস নির্মাণের জন্য বেশ কিছু লোকজন ষড়যন্ত্র করে আসছেন। যাহা সম্পূর্ণ সরকারি বিধি বহির্ভূত ও আইন বহির্ভূত কাজ। এতে করে অত্র ইউনিয়নের বৃহত্তর নেপালতলী গ্রাম, সরাতলী গ্রাম, ঈশ্বরপুর গ্রাম,
সাতটিগরি গ্রাম, সাহবাস গ্রাম,, লাঠি মার কোন গ্রাম, শালুক গাড়ি গ্রাম, রহিমার পাড়া গ্রাম, আকন্দ পাড়া গ্রাম, ধনঞ্জয় গ্রাম, তের পাখি গ্রাম, নিশ্চিন্তপুর গ্রাম, সোনাপুর গ্রাম ও কালুডাঙ্গা গ্রামের হাজার হাজার লোক ইউনিয়ন ভূমি অফিসের সেবা থেকে বঞ্চিত হবে।
আরও পড়ুনঃ কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ ওপর হামলা,আসামি গ্রেপ্তারে প্রশাসন হার্ডলাইনে
তাই উল্লেখিত লোকজনের সুবিধার জন্য এবং কমপ্লেক্সের অন্যান্য সুবিধার সাথে ভূমি অফিসের সুবিধার জন্য ভূমি অফিসটি বর্তমান ইউনিয়ন কমপ্লেক্সের পাশে তৈরির জন্য ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাবতলী মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করেছেন।
এরপরও কতিপয় কদমতলীর স্বার্থন্বেষী মহল তাদের অন্যায় আবদার নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ধর্না ধরেছেন। যাহা কোন অবস্থাতেই মেনে নেওয়ার মতো নয়। তাই প্রশাসনের জেলা পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তি জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে ইউনিয়নের ভুক্তভোগী গ্রাম গুলোর হাজার হাজার লোকজন স্মারকলিপি প্রদানের জন্য প্রশাসক মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রধান করেছেন।
স্মারকলি বি প্রধানে রয়েছেন অত্র ইউনিয়নের ভূমি অফিস স্থাপন এর আহবায়ক জনাব মোঃ জাহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক বিদ্যালয়, এবং ইউনিয়নের জনসাধারণের পক্ষে বিভিন্ন গ্রামের পক্ষ থেকেও বক্তব্যপেশ করেন তাদের মধ্যে জনাব মোঃ হান্নান,রহিমার পাড়া, আবু বক্কর সিদ্দিক, সভাপতি মৎস্যজীবীর দল, গাবতলী উপজেলা শাখা, বগুড়া, মোহাম্মদ আলম মিয়া, সভাপতি শ্রমিক দল, উপজেলা শাখা গাবতলী, জনাব মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমআরএম উচ্চ বিদ্যালয়,
জনাব দিপু ইসলাম, সভাপতি পুলিশিং কমিটির নেপালতলী ইউনিয়ন, জনাব মোঃ সাইদুর রহমান মঞ্জু, সভাপতি নেপাল তলী, ওয়াড বিএনপি, জনাব মোঃ প্রিয়, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক, শ্রমিক দল, নেপালতলী ইউনিয়ন, জনাব মোঃ বাদশা মিয়া, ইউপি সদস্য নেপালতলী, সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য নেপাল দলী, জনাব মোঃ আরিফুর রহমান,
আরও পড়ুনঃ সাতক্ষীরা ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) শাখার সদস্যদের শপথ অনুষ্ঠিত
ইউপি সদস্য নেপাল দোল, জনাব মোঃ মনজুর আহমেদ, ইউপি সদস্য নেপাল তলী, জনাব মোঃ জিন্নাতুল ইসলাম বাবু, নেপাল তলী, পটু মন্ডল, সাত টিকরি, জনাব মোঃ নজরুল ইসলাম ফটো মাস্টার, নেপাল তলী, জনাব মোঃ সোহেল, ভারপ্রাপ্ত সভাপতি কৃষক দল, গাবতলী উপজেলা, জনাব মোঃ আব্দুল মান্নান, ১৩ পাখি, জনাব মোঃ নাজিম উদ্দিন তরফদার, নেপাল তলী, জনাব মোঃ মুকুল, নেপাল তলী,
জনাব মোঃ আরাফাত রহমান অরেঞ্জ, নেপাল তলী, জনাব মোঃ সোহেল, বিএনপি, নেপালতলি, বিপুল কুমার রায়, মাস্টার, আকন্দ পাড়া, দুখু মিয়া, জনাব মোঃ পান্না, নেপাল তলী সহ অসংখ্য বিএনপি’র নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত থাকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বক্তব্য পেশ করেন ও স্বরলিপি প্রদান করেন।