ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও হাটবাজারে অবৈধভাবে ব্যাটারি চালিত অটো তৈরি করে তা বিক্রি করার অভিযোগ উঠেছে। গ্যারেজগুলোতে কোনো অনুমোদন বা বৈধ কাগজপত্র ছাড়াই প্রতিদিন তৈরি হচ্ছে অসংখ্য অটো, যা এখন শোরুমের আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, এই অটো তৈরির আড়ালে গড়ে উঠেছে চোর চক্রের সিন্ডিকেট। গ্যারেজগুলোতে চুরি হওয়া অটো নিয়ে এসে রঙ বদল ও পাসিং করে বিক্রি করা হচ্ছে, ফলে অটো চুরির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি যাত্রীরা ঝুঁকিপূর্ণ অটোতে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, ময়মনসিংহের প্রতিটি বাজারে অবৈধ অটো তৈরি, বিক্রি এবং চোর চক্রের সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।