বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার মিটফোর্ড হাসপাতালের গেটে ব্যবসায়িক দ্বন্দ্ব বা আধিপাত্য বিস্তার অথবা চাদাবাজির জের ধরে নৃশংস হত্যাকান্ড।
যেভাবেই বলেন না কেন, যেভাবেই দেখেন না কেন বাস্তব সত্য হল বিএনপির সহযোগী সংগঠন- চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত মঈন, সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করেছে। এবং লাশের উপর বর্বর নৃত্য চালিয়েছে।
আরও পড়ুনঃ গাবতলীতে মাদক ও জুয়ার মামলার ২ আসামী গ্রেফতার
নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, মঈনসহ ৪-৫ জন মিলে ‘নিহত সোহাগ’কে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইতিমধ্যেই হত্যায় জড়িত দুজন কে আটক করেছে পুলিশ। উক্ত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও অপরাধীর দ্রুত্ব শাস্তির দাবী জানাই। কিন্তু এই হত্যাকান্ড এই অপরাধ, এই নিয়ন্ত্রনহীন বিশৃঙ্খলার দায় কিভাবে এড়িয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কিভাবে এর দায় এড়িয়ে যাব, যারা বিএনপি রাজনীতির সাথে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে, এই দায় আমাদের সকলের উপর বর্তায়।এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নিসন্দেহে অস্তিত্ব বিলীন হয়ে যাবে বি এন পি।