শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বয়:সন্ধি ক্ষণে মানবশরীরে যখন পরিবর্তন আসে তখন ছেলে মেয়ে উভয়ই একটি বিস্ময় মিশ্রিত ধাক্কা খায়

বিশেষ প্রতিনিধিঃ
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

বয়:সন্ধি ক্ষণে মানবশরীরে যখন পরিবর্তন আসে তখন ছেলে মেয়ে উভয়ই একটি বিস্ময় মিশ্রিত ধাক্কা খায়! এতদিনের চেনা জগৎ থেকে সে এক অচেনা জগতে অনুপ্রবেশ করে! বালিকার দেহে নারীত্বের লক্ষণ সূচিত হলে তারা ধীরে ধীরে সংকুচিত হয়, অবগুণ্ঠিত হয় ! সলাজ কমনীয়তায় রমনীয় হয়ে ওঠে !

অপরদিকে, কিশোর যখন পুরুষ হয় তখন সে নিজের পৌরুষ জাহির করতে উদগ্রীব হয় ! মুই কি হনু রে -এই ভাবসাব তার মধ্যে প্রকট হয় ! পুরুষ তার জীবদ্দশায় দুইবার “বেডা”গিরি দেখাতে মরিয়া হয় ! এক,যখন সে কিশোরের খোলস থেকে যৌবনে উপনীত হয় – আর দুই,যৌবনের শেষ প্রান্তে- যখন বার্ধক্য কড়া নাড়তে থাকে ! এই দুই সময়ই তারা বয়স , সামাজিক অবস্থান, সম্পর্ক এইসব বাছবিচার করে না ! তারা পুরুষত্ব প্রমানে তৎপর হয় !

বয় :সন্ধিতে মায়ের তীক্ষ্ণ নজরদারিতে বেডাগিরি দেখানোর ইচ্ছে থাকলেও সে ইচ্ছা বাস্তবায়ন অসম্ভব! কিন্তু, আজানের মা নেই !

আরও পড়ুনঃ বয়ান- জুম্মা মোবারক

গভর্নেস ইত:মধ্যেই ফারুক সাহেবের কাছে সসংকোচে জানিয়েছেন আজান বন্ধুবান্ধব নিয়ে ভিসিআর এ ইংরাজি মুভি দেখে! রুমে খাবার দেয়ার সময় গৃহকর্মীরা চলমান মুভির সাউন্ড শুনে আন্দাজ করেছে যে, সেসব নিষিদ্ধ ছবি ! উত্তেজক শব্দের কোন ভাষা নেই ! সব ভাষাতেই যৌনতার বহিপ্রকাশ এক ! ফারুক সাহেব সেসব শুনেও গা করেন নি ! আজানের বয়সে তিনিও দলবল নিয়ে কলেজ পালিয়ে মধুমিতায় যেতেন এক টিকেটে দুই ইংরেজি ছবি দেখার জন‍্য !!

কিন্তু তিনি গা করতে বাধা হলেন! যেদিন ম‍্যানেজার কাকা অভিযোগ নিয়ে আসলেন ! অভিযোগ গুরুতর! নির্জন ঘরে আজান গভর্নেসকে নোংরাভাবে স্পর্শ করেছে !

তৎক্ষনাৎ ফারুক সাহেব আজানকে স্টাডি রুমে ডেকে পাঠালেন! রুমে শুধু তারা তিনজন! পিন পতন নিস্তব্ধতা! সেদিন কেউ যেন পিতা নয় – কেউ পুত্র নয় ! পরস্পরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে দুজন পুরুষ! এক পর্যায়ে ফারুক সাহেব ধৈর্য রাখতে পারলেন না ! সজোরে আজানের গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন!

তিনি ভেবেছিলেন আজান ছোটবেলার মতো ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠবে! কিন্তু না – তার চোখে ক্ষোভ আর বিদ্রোহ!
সেই মুহূর্তে ফারুক আহসান সাহেব সিদ্ধান্ত নিলেন, অতি দ্রুত আজানকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে ! বখে যাওয়া রুখে দিতে হবে ! আর কোন বিকল্প নেই !
আজান কানাডা চলে গেল! লাগেজর সাথে নিয়ে গেলো তার ক্ষোভ ! ক্ষোভ এমনই এক মূলধন যা সময় আর দূরত্বে কেবলই সুদে আসলে বাড়ে!


এই বিভাগের আরও খবর