মোহাম্মদ করিম লামা থেকে ঃ-
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় দু’জন অবৈধ বালু উত্তোলনকারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন আব্দুল শুক্কুর ও আলতাজ মিয়া।
আরও পড়ুনঃ জুলাই ঘোষণা ও পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা
তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত বিচার প্রক্রিয়া শেষে আদালত আব্দুল শুক্কুরকে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, পরিবেশ ও নদীর সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো করা হবে।