আহসান হাবিব শিবলু, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ২২ (বাইশ) বোতল ফেনসিডিলসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামির নাম রেজাউল করিম (৪২), পিতা মৃত আফতাব আলী। তার বাড়ি নওগাঁ জেলার চকতাতারু হাজির আমবাগান গ্রামে।
আরও পড়ুনঃ গরু চোর সালাউদ্দিন কে ধরিয়ে দিন
পুলিশ সূত্রে জানা যায়,
৯ জুলাই ২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে, মোকামতলা ইউনিয়নের মহাসড়কের উপর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, গ্রেফতারকৃত রেজাউলের বিরুদ্ধে এর আগে মোট ১০টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
“আসামির বিরুদ্ধে নতুন একটি মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশের এমন অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও মাদকবিরোধী পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছে।