আরাফাত রহমান,স্টাফ রিপোর্টর:
বগুড়ার দুপচাঁচিয়ার উপজেলার লক্ষীমন্ডপ গ্রামে ৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতের ছুরিকাঘাতে শশুড় এবং ছেলের বউ নিহত হয়েছেন!
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা ঘরের সবাইকে হাত-পা বেঁধে ফেলে এবং বাড়ির মূল্যবান মালামাল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ গফরগাঁওয়ে মহিলা সেলাই প্রশিক্ষণার্থীদেরকে সনদ বিতরণ
লুটপাট শেষে আলহাজ্ব আফতাব হোসেন ও তাঁর পুত্রবধূকে হত্যা করে ডাকাতদল। নিহত আলহাজ্ব মোঃ আফতাব হোসেন অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ডাকাতদল তাঁকে এবং তাঁর বড় ছেলের বউকে হাত-পা,মুখ বেধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।
এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানান।