শিমুল বাউল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ৪ শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা কমিটি। জেলা প্রশাসকের সহযোগিতায় এবং জেলা আহ্বায়ক শেখ হাসনাত জনির দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সংগঠক মোঃ কায়েশ আহমেদ ও যুগ্ম সদস্যসচিব শেখ মনোয়ার জাহান অপূর্ব মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলনে নেত্রকোনা জেলা থেকে যারা শহীদ হয়েছেন।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ
তাদের সকলের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এ কার্যক্রম শুরু করা হয়েছে। গত শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পরবর্তিতে অন্যান্য উপজেলাতে পৌছে দেয়া হবে।
মানবিক এ উদ্যোগে সহযোগী প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তপু এবং সংগঠক ফারজানা খানম রুবি।
প্রথমেই শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত শেষে তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), পিতা: মোঃ আব্দুল খালেক, শহীদ জাকির হোসেন (২৪), পিতা: ফজলুর রহমান, শহীদ মাসুম বিল্লাহ (২৪), পিতা: সাইদুর রহমান, শহীদ সাইফুল ইসলাম (৩২), পিতা: সেকান্দর আলী।
মানবিক এ কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে ছাত্ররা যে ভুমিকা রেখেছে, তার কোন তুলনা নাই। এযেনো এক নতুন মুক্তিযুদ্ধ করেছে তারা। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।