শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

নব জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা বরাবর আবেদন

নিজস্ব প্রতিনিধিঃ 
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ নব জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেন।মহা সমাবেশর মাধ্যমে জাতীয় করন কৃত গেজেট হতে বঞ্চিত ৫০০১ (পাঁচ হাজার এক) শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে গেজেট প্রদান।

এস এম সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত ১০৪০০০ ( এক লক্ষ চার হাজার) শিক্ষক কে নীতিমালার আলোকে ৫০% বয়স যুক্ত করে চাকুরিকাল গননা করা। ও ৫৯৬০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয় করণ ঘোষণা।
মহাসমাবেশের উদ্দেশে-ঃ

১ । প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন,
২। রাজনৈতিক প্লাটফর্ম তৈরির মাধ্যমে গ্রামীণ অব কাঠামো উন্নয়ন।
মহাসমাবেশের লক্ষ্য ঃ
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ করতে
১। প্রাথমিক শিক্ষা ব্যবিস্থার শক্তিশালী ভিত্তি স্থাপন করা।
২। প্রাথমিক শিক্ষার ছাত্র- ছত্রীদের মেধার বিকাশ ঘটানো।
শিক্ষকরা দাবি করেন বাংলাদেশ নব জাতীয় করণ কৃত শিক্ষক ঐক্যজোটের নেতৃতে প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত তারিখে দেশের বৈষম্যের স্বীকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি মহাসমাবেশের বিদ্যালয় গুলো জাতিয় করণ করা ও সকল শিক্ষকদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মহাসমাবেশ করা

আরও পড়ুনঃ খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

তারা আরও বলেন, বাংলাদেশের ৮৭০০০ গেজেট ভুক্ত গ্রাম রয়েছে, কিন্তু গেজেট প্রজ্ঞাপন নীতিমালার আলোকে প্রতিটি গ্রামে একটি করে বিদ্যালয় স্থাপনের কথা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে সারা বাংলাদেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬৬৬১ টি রয়েছে।

বস্তুত বৈষম্য বিরোধী দেশ পুনর্গঠনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুল স্তম্ভ। কিন্তু গ্রাম ও জনসংখ্যার দিকে তাকালে (৮৭০০০- ৬৬২৭০) = ২৭৩০ টি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ক্রমে জাতীয় করণ করা প্রয়োজন।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সরদার কেরামত আলী মন্ত্রণালয় ১ ( প্রাঃ শিঃ অ/৫ আর বিদ্যা ) ২ নীতিমালা ২০১২/ ১৮০।
তারিখ ২৬ অক্টোবর ২০১৪ ইং (২ প্রাঃ শিঃ আ/৬ আর বিদ্যা ) ২ নীতিমালা ২০১২/২৪৭
তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ ইং স্মারক অনুযায়ী ( ৫৭৭+২১১৮+১৪৬৪= ৪১৫৯ টি)

অধিদপ্তরের , এম আই, এস কোড ভুক্ত ৮০১+ শহীদ বুদ্ধিজীবীদের নামের স্মরণে ১০০০= যেটি (৪১৫৯+৮০১+১০০০)= ৫৯৫০ টি বেঃ প্রাঃ বিদ্যালয় পর্যায় ক্রমে জাতীয় করণ করা প্রয়োজন বল দাবি করেন।
৫০০১ জন শিক্ষক কে প্রধান শিক্ষক পদে পুনরায় গেজেট প্রদান।
জাতীয়করণ কৃত এসএমসি কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক কে নীতিমালার আলকে ৫০% যুক্ত করে চাকরি কাল গনণা করে এস এম সি কতৃক নিয়োগ প্রাপ্ত হতে পেনশন প্রদান করা।
মোট পাচঁটি দাবী মহা সমাবেশের মাধ্যমে ঘোষণা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ জোর দাবী জানান।


এই বিভাগের আরও খবর