বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনমঃ
আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন দিনাজপুর “জেলা গোয়েন্দা শাখা”৬০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সিলেটের লন্ডনীপাড়া থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ ফুলে যেমন মধু ও বিষ, রাজনীতিতেও তাই-হালিম রাজ বগুড়া শহরের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারী আটক জনগণও যেনতেন নির্বাচন করতে দিবে না : জেএসএফ বাংলাদেশ টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ এর শোক প্রকাশ প্রতিটি দুর্নীতির বিচার করা হবে! সকলের আমলনামা আছে। প্রতিটি অন‍্যায়ের জন‍্য আপনারা দায়ী।গণঅভ্যুত্থান আপনাদের জন‍্য হয়নি চট্টগ্রামের সিআরবি’র ঐতিহাসিক হাতির বাংলো! অনেকেরই অজানা আগামীর বাংলাদেশ হবে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যৎ পাঁচ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া তুষারের লালমাই উপজেলার ভুশ্চি বাজারে ভুয়া ডাঃ মোছা: আছিয়া খাতুন (৪৩)- কে অর্থদণ্ড প্রদান মিশরে বাংলাদেশি যুবকের মর্মান্তিক আত্মহত্যা: ব্যবসায় ধস, দুঃসহ চাপ, বিদায়ী চিঠিতে রাজনৈতিক ক্ষোভ মুহাম্মাদ (ﷺ): মানুষ, নবী এবং রাসূল হিসেবে এক সত্তা মানবতার ফেরিওয়ালা অপু ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতা প্রদান কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”রসসাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মোয়াজ্জিম কে রিমান্ডে

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব কে সংবর্ধনা প্রদান করা হয়

মো আলমগীর মোল্লাঃ 
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

মো আলমগীর মোল্লাঃ

গাজীপুরের কালীগেঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ডাক্তার মো. রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অন্যতম বৃহৎ অনুষ্ঠানে পরিনত হয়। বিশাল আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী।

প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি। বিশেষ অতিথি জাতীয় বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিঃ মো. গোলজার হোসেন দর্জি, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ এর জি এম এস আহমদ রেজা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক মো. সুমন আল-মামুন বেদন।

মো. মনির হোসেন ও মো. শরিফুল ইসলাম ভূইয়ার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের প্রভাষক মো. কাজী মাহবুব, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. গোলাম রসুল সুমন, বেরুয়া এ ইউ আই সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল গাজীপুরের অফিস সেক্রেটারী মো. আব্দুল বাছেদ মোল্লা, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মো. মাকসুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে বক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম দর্জি, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মো. আশরাফুল ইসলাম গাজীপুরী, জামায়াত ইসলামী বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মো. মজিবুর রহমান, উপজেলঅ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন গাজীপুরী, মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানসা নুরুল আলম সহ বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

বিশাল আয়োজনের প্রধান অতিথি সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী, প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ও অনুষ্ঠানের উদ্বোধক গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীর হাতে সমমাননা ক্রেষ্ট তুলে দেন।

আরও পড়ুনঃ মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ০৯

এই ব্যতিক্রমধর্মী অর্জন তাঁর ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের ফসল হলেও তিনি বিশ্বাস করেন, এর পেছনে রয়েছে তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ, মানবিকতা ও ইসলামের খাঁটি শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকার। ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তা নায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।

তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম। বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

কালীগঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের মত মহান স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ইসলামী শিক্ষার, মানবিক মূল্যবোধের এবং সমাজসেবার প্রতি একটি উজ্জ্বল স্বীকৃতি। যার ফলে ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা- যিনি জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে সমাজে আলো ছড়াতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী বলেন, এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদ্বীনগণের প্রতি উৎসর্গ করছি।


এই বিভাগের আরও খবর