শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব কে সংবর্ধনা প্রদান করা হয়

মো আলমগীর মোল্লাঃ 
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

মো আলমগীর মোল্লাঃ

গাজীপুরের কালীগেঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ডাক্তার মো. রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অন্যতম বৃহৎ অনুষ্ঠানে পরিনত হয়। বিশাল আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী।

প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি। বিশেষ অতিথি জাতীয় বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিঃ মো. গোলজার হোসেন দর্জি, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ এর জি এম এস আহমদ রেজা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক মো. সুমন আল-মামুন বেদন।

মো. মনির হোসেন ও মো. শরিফুল ইসলাম ভূইয়ার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের প্রভাষক মো. কাজী মাহবুব, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. গোলাম রসুল সুমন, বেরুয়া এ ইউ আই সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল গাজীপুরের অফিস সেক্রেটারী মো. আব্দুল বাছেদ মোল্লা, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মো. মাকসুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে বক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম দর্জি, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মো. আশরাফুল ইসলাম গাজীপুরী, জামায়াত ইসলামী বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মো. মজিবুর রহমান, উপজেলঅ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন গাজীপুরী, মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানসা নুরুল আলম সহ বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

বিশাল আয়োজনের প্রধান অতিথি সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী, প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ও অনুষ্ঠানের উদ্বোধক গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীর হাতে সমমাননা ক্রেষ্ট তুলে দেন।

আরও পড়ুনঃ মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ০৯

এই ব্যতিক্রমধর্মী অর্জন তাঁর ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের ফসল হলেও তিনি বিশ্বাস করেন, এর পেছনে রয়েছে তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ, মানবিকতা ও ইসলামের খাঁটি শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকার। ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তা নায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।

তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম। বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

কালীগঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের মত মহান স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ইসলামী শিক্ষার, মানবিক মূল্যবোধের এবং সমাজসেবার প্রতি একটি উজ্জ্বল স্বীকৃতি। যার ফলে ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা- যিনি জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে সমাজে আলো ছড়াতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী বলেন, এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদ্বীনগণের প্রতি উৎসর্গ করছি।


এই বিভাগের আরও খবর