শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

*ঈসা (আ.)-এর পুনরাগমন: ভবিষ্যতের* *হিকমাহ ও মানবতার মুক্তি আন্দোলন*

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ

*ঈসা (আ.)-এর পুনরাগমন: ভবিষ্যতের*
*হিকমাহ ও মানবতার মুক্তি আন্দোলন*

_ভূমিকা:_ ঈসা (আ.) মানবজাতির ইতিহাসে অন্যতম মর্যাদাসম্পন্ন নবী এবং রাসূল, যাঁকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময়ের জন্য আসমানে তুলে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে পৃথিবীতে পুনরায় প্রেরণ করবেন—এটি ইসলামি আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁর পুনরাগমন শুধুমাত্র একটি আধ্যাত্মিক ঘটনা নয়, বরং একটি বিশাল দাওয়াহ আন্দোলনের সূচনা, যা শিরক, যুলুম ও বাতিল মতবাদের বিরুদ্ধে এক আলোড়ন সৃষ্টি করবে। এই প্রবন্ধে কুরআন ও হাদীসের আলোকে তাঁর আগমন, কর্মসূচি ও হিকমাহ বিশ্লেষণ করা হলো।

*১. ঈসা (আ.)-এর জীবিত অবস্থায় আসমানে উঠানো:*

আল কুরআনে আল্লাহ বলেন: “তাদের (ইহুদি) উক্তির কারণে—‘আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনু মারইয়ামকে হত্যা করেছি’। অথচ তারা তাঁকে হত্যা করেনি, তাকে শূলীবিদ্ধও করেনি বরং তাদের কাছে বিষয়টি বিভ্রাম করে দেয়া হয়েছিল বরং আল্লাহ তাঁকে নিজের নিকট উত্তোলন করেছেন।” (সূরা আন-নিসা ৪:১৫৭–১৫৮)। এই আয়াত পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে, ঈসা (আ.) এখনো মৃত নন; বরং আল্লাহ তাঁকে তাঁর দিকে তুলে নিয়েছেন। মিরাজের হাদীস থেকে প্রমানিত তিনি এখন চতুর্থ আসমানে অবস্থান করছেন যেখানে বাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দেখা হয়েছিল।

আরও পড়ুনঃ নোয়াখালীর সেনবাগে ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

*২. ঈসা (আ.)-এর পুনরাগমনের ভবিষ্যদ্বাণী (নুযুলে ঈসা):*

রাসূলুল্লাহ (ﷺ) বলেন: “সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমাদের মাঝে মারইয়ামের পুত্র ঈসা নাযিল হবেন। তিনি ন্যায়বিচার সহকারে হাকিম হবেন। ক্রুশ ভেঙে দেবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া (অমুসলিমদের কর) বাতিল করবেন” (সহীহ বুখারী: ৩৪৪৮, সহীহ মুসলিম: ১৫৫)। এই হাদীস নুযুলে ঈসার স্পষ্ট প্রমাণ। এটি দুনিয়ায় এক বড় দাওয়াহ বিপ্লবের পূর্বাভাস দেয়।

*৩. ঈসা (আ.)-এর আগমনের পটভূমি ও সময়কাল:*

হাদীসসমূহে উল্লেখ রয়েছে, ঈসা (আ.) আসবেন দাজ্জালের আবির্ভাবের সময়। তিনি সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা মিনারে অবতরণ করবেন। তাঁর সময়েই মুসলিম উম্মাহর ইমাম হবেন মাহদী (আ.), যাঁর পেছনে ঈসা (আ.) সালাত আদায় করবেন। “ঈসা (আ.) যখন নামবেন, তখন ইমাম মাহদী বলবেন, ‘আপনি এগিয়ে যান।’ ঈসা (আ.) বলবেন, ‘না, আপনারাই আপনাদের একে অপরের প্রতি ইমাম, এটা আল্লাহর উম্মাহর প্রতি ইজ্জত ও সম্মানস্বরূপ।” (মুসনাদে আহমদ, হাকেম)।

*৪. ঈসা (আ.)-এর কর্মসূচি ও দাওয়াহ কার্যক্রম:*

ঈসা (আ.) কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে এসে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন:

_(ক). দাজ্জালকে হত্যা করবেন:_ ঈসা (আ.)-এর সবচেয়ে তাৎপর্যপূর্ণ কাজ হবে দাজ্জাল নামক ভয়ংকর প্রতারককে হত্যা করা, যা ইসলাম ও মানবতার বিজয় হিসেবে পরিগণিত হবে।

_(খ) শির্ক ও বিকৃত ধর্ম বিশ্বাসের অবসান ঘটানো:_ ঈসা (আ.) খ্রিষ্টানদের ভ্রান্ত বিশ্বাস—ঈসা (আ.)-কে আল্লাহ বা আল্লাহর পুত্র বলা—সম্পূর্ণভাবে খণ্ডন করবেন। আল্লাহ বলেন: “আর নিশ্চয়ই আহলে কিতাবদের কেউই এমন নেই যে, ঈসা (আ.)-এর মৃত্যু পূর্বে তাঁকে (ঈসাকে) অবশ্যই বিশ্বাস করবে (সত্য নবী হিসেবে), আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। (সূরা আন-নিসা ৪:১৫৯)।

_(গ) ইসলাম প্রতিষ্ঠা ও শরীয়াহ অনুযায়ী শাসন কায়েম:_ ঈসা (আ.) ইসলামি শরীয়াহ অনুযায়ী বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর উম্মত হিসেবে জীবন যাপন করবেন।

_(ঘ) যুদ্ধ ও আক্রমণ নয়, বরং শান্তিপূর্ণ দাওয়াহ:_ ঈসা (আ.) কাফিরদের সাথে যুদ্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত তারা প্রতিরোধ না করে। বরং তাঁর দাওয়াহ হবে হিকমাহ, দয়া ও উদারতার মাধ্যমে।

_(ঙ) জিজিয়া কর বাতিল করবেন:_ অর্থাৎ ধর্মের ভিত্তিতে কর আরোপের প্রয়োজন থাকবে না, কারণ দুনিয়াজুড়ে তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে।

_(চ) শান্তি ও ন্যায়বিচারের যুগের সূচনা:_ হাদীস অনুযায়ী, ঈসা (আ.)-এর আমলে মানুষ এতটা শান্তিতে বসবাস করবে যে, “সিংহ বাছুরের সঙ্গে পানি পান করবে, শিশু সাপের সঙ্গে খেলবে”—এমন দৃষ্টান্ত বর্ণিত হয়েছে।

আরও পড়ুনঃ জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা : তারেক রহমানের ৩১ দফা’’ এখন যুবকদের হাতেও।

*৫. ঈসা (আ.)-এর মৃত্যু ও কবরস্থান:*

হাদীসে এসেছে, ঈসা (আ.) চল্লিশ বছর দুনিয়ায় অবস্থান করবেন। এরপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে কবর দেওয়া হবে (মদীনায়)। (আবু দাউদ, তিরমিযি, মুসনাদে আহমদ)। বর্তমানে রাসূলুল্লাহ (ﷺ)-এর কবরের পাশে একটি জায়গা ঈসা (আ.)-এর কররের জন্য সংরক্ষিত আছে।

*৬. ঈসা (আ.)-এর দাওয়াহর হিকমাহ ও শিক্ষা:*

_(ক). হিকমাহপূর্ণ দাওয়াহ:_ ঈসা (আ.) তাঁর জীবনে এবং পুনরাগমনের সময় যে দাওয়াহ পদ্ধতি ব্যবহার করবেন, তাতে থাকবে: প্রেম, মানবতা ও বিনয়; স্পষ্ট সত্যের উপস্থাপন; অহংকার ও বিদ্বেষ পরিহার।

_(খ). আন্তধর্ম সংলাপের মডেল:_ তিনি খ্রিষ্টানদের সেই ভাষাতেই কথা বলবেন যা তাঁরা বুঝবে এবং তাদের হৃদয়ে স্পর্শ করবে।

_(গ). উম্মতের ঐক্য ও আধ্যাত্মিক জাগরণ:_ ঈসা (আ.)-এর নেতৃত্বে মুসলিম উম্মাহ এক হবে, বিভাজন দূর হবে এবং তওবা ও ইবাদতে ফিরবে।

*৭. আজকের দাওয়াহ কর্মীদের জন্য শিক্ষণীয়:*

(ক). আক্রমণ নয়, আকর্ষণ—দাওয়াহর মূলনীতি। (খ). শিরক ও কুফরের বিরুদ্ধে যুক্তিভিত্তিক ও উদার উপস্থাপন। (গ). আন্তধর্ম সহাবস্থান ও আন্তরিক সমালোচনার মাধ্যমে সত্যের আহ্বান। (ঘ). উদারতা, নম্রতা, এবং সহানুভূতির মাধুর্য দিয়ে হৃদয় জয়।

*উপসংহার:* ঈসা (আ.)-এর পুনরাগমন কেবল একটি আখিরাত-সংক্রান্ত বিষয় নয়, বরং এটি মানবতার জাগরণ, ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা এবং আল্লাহর দীন বিজয়ের ঘোষণা। তাঁর দাওয়াহর কৌশল, নম্রতা, হিকমাহপূর্ণ কথা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের জন্য পথপ্রদর্শক। আজকের দাওয়াহ আন্দোলনে ঈসা (আ.)-এর মডেল অনুসরণ করলে এই জগতে শান্তি, সহনশীলতা ও আলোর বিচ্ছুরণ ঘটবে—আল্লাহর ইচ্ছায়।

*আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*। (মূসা: ০৭-০৭-২৫)।


এই বিভাগের আরও খবর