❤️❤️ভালো থেকো নুশরাত ❤️❤️
সাংবাদিক এ কে এম রেজাউল করিম খন্দকার (বাদল)
জীবনে কত মানুষ এসেছে,
কত মানুষ চলে গেছে!
তবে কখনো কারো জন্য –
চোখের কোণে অশ্রু জমেনি নুশরাত?
তোমার কথা মনে হতেই কেন জানি,
চোখের কোণে অশ্রু জমে!
তোমার কথা ভাবতেই যেন বুকটা ছিড়ে যায়?
তোমার কথা মনে হতেই
আমার চোখে দুটো টলোমলো!
আসলে কি জানো?
আরও পড়ুনঃ “আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।”
তুমি অন্য দের মতো ছিলে না,
তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ!
দীর্ঘশ্বাস ছেড়ে ঠিক ই প্রভুর কাছে বলি,
যেন তোমার ভালো রাখে!
চোখের কোণের জমা অশ্রু –
অভিশাপ হয়ে তোমার যেন স্পর্শ না করে!
ভালো থেকো তুমি, নতুন কোন শহরে,
নতুন কারো বুকে,নতুন কারো মায়ার