মোজাফফর রহমান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে জনতার হাতে আটক করা হয়েছে। পরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জানা যায়, আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।
আরও পড়ুনঃ বগুড়ায় ভূয়া ব্যারিস্টার প্রতারক টাউট ফিটিংবাজ শহরের কারবালার শামীম রহমান গ্রেফতার
বৃহস্পতিবার (০৩ই জুলাই) শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করেন।পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।