রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বগুড়ায় ভূয়া ব্যারিস্টার প্রতারক টাউট ফিটিংবাজ শহরের কারবালার শামীম রহমান গ্রেফতার

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার বগুড়া:

বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই ও ভুয়া ব্যারিস্টার প্রতারক চাঁদাবাজ শহরের কারবালার শামীম রহমান কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ,

উক্ত মামলার বাদী হারুন-উর রশিদ গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়।

সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়।

সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করিয়া ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে। পরবর্তীতে গত ২২ জুন বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ থেকে উল্লেখিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ব্যারিস্টার শামীম

রহমান ফোন দিয়ে সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারদ্বয়কে বগুড়া সদর উপজেলার মম-ইন কফি শপের সামনে যাইতে বলে এবং তাদেরকে দলের পদ-পদবী নিয়ে কথা বলবে মর্মে জানায়।

সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারদ্বয় সন্ধ্যা অনুমানিক সাড়ে ৬ টায় উক্ত কফি শপের সামনে গেলে ব্যারিস্টার শামীম রহমান নামধারী ব্যাক্তি আলাপচারিতার এক পর্যায়ে ১নং সাক্ষী ইমরান হোসেনকে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য (দুই লক্ষ) টাকা দাবী করে এবং ২নং সাক্ষী মোঃ গোলাম

রব্বানীকে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলিয়া তার কাছে (এক লক্ষ) টাকা দাবী করে। তখন আলাপচারিতা শেষে সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারদ্বয় তাহাকে যথাক্রমে নগদ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে।

পরবর্তীতে সাক্ষীদ্বয় বিভিন্ন মারফতে খোঁজ নিয়ে জানিতে পারে যে, উক্ত মোবাইল ব্যাবহারকারী ব্যারিস্টার শামীম রহমান নামে তারেক রহমানের কোন চাচাতো ভাই নেই এবং উক্ত মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যাবহারকারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বগুড়া

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক মাদকদ্রব্য গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার ০২

জেলাসহ বিভিন্ন জেলায় ফোন এবং ম্যাসেজ দিয়ে দলীয় নেতা কর্মীদের এবং প্রশাসনের বিভিন্ন সিনিয়র অফিসারের নিকটে পদ এবং পোস্টিং এর কথা বলিয়া টাকা দাবি করে আসছে। এ সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-০৯, তারিখ-০৩/০৭/২০২৫ খ্রি, ধারা-৪১৯/৪২০ মামলা দায়ের করা হয়।

উক্ত মামলার প্রেক্ষিতে বগুড়া ডিবির একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিযা উক্ত মোবাইল সিমসহ আসামী মোঃ শামীম রহমান (৩৩) গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামী হ্যালো, বগুড়া শহরের নিশিন্দারা কারবালার পিতা মৃত লিল মিয়ার পুত্র শামীম রহমান। গ্রেফতারকৃত আসামী শামীম রহমানের হেফাজত থেকে ডজন খানেক বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪ টি এটিএম কার্ড ও শামীমের নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ভূয়া ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে আসছিলো মর্মে স্বীকার করে।
আসামী শামীমকে উল্লেখিত মামলায় আজ বৃহস্পতিবার আদালতে আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরও খবর