শওকতঃ
আমি অসংখ্যবার ৫ ই আগস্টের পর থেকে রি দুইজনের ব্যপারে সাবধান করে আসছি।
জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, তারা শহীদ পরিবারকে ভুলে গেছে!
আমার বুকের ধন, ১৭ বছরের শহীদ আবদুল্লাহ বিন জাহিদ ৫ আগস্ট শহীদ হলো। তার মৃত্যুর ১৪ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। ১৮ মে আমার স্বামীও মারা যান ব্রেন স্ট্রোকে।
এই এতসব দুঃসহ যন্ত্রণার মাঝে একটাই আশ্রয় আমরা বিএনপি পরিবার। দলের নেতা-কর্মীরাই পাশে দাঁড়িয়েছে, আমার ছোট ছেলের চিকিৎসার খরচ দিয়েছে। আগামী শুক্রবার তার আবার অপারেশন। দোয়া চাই সবার।
কিন্তু যারা শহীদের রক্তের উপর ভর করে আজ ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠেছেন, সেই উপদেষ্টা সরকার কিংবা সারজিস-হাসনাতরা একবারও খোঁজ নেয়নি আমাদের। শতবার ফোন দিয়েও সাড়া পাইনি।
আমার কথা পরিষ্কার যদি বিএনপি পরিবার আমাদের পাশে না থাকতো, আজ হয়তো আমার ছোট ছেলেটাও থাকতো না।
শহীদ জাহিদের আম্মু!
বলে রাখি শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে ইতিহাস নিজেই প্রতিশোধ নেয়!নিবে!