আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের পেছনে বস্তি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্য। অভিযানে নেতৃত্ব দেন সদ্য যোগদানকৃত সাহসী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম।
গত রবিবার ( ২৯ জুন ২০২৫) রাতে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম পুলিশের একটি চৌকস দল নিয়ে বস্তি ও আশপাশের এলাকায় ঘেরাও তল্লাশি অভিযান চালান।
অভিযানে গ্রেপ্তার করা হয় সোবহানার মেয়ে সুরমার সহোদর বোন সোবহানা, ভাই রুমন এবং সহযোগী রিতিককে। অভিযানের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী সুরমা, তার স্বামী লিটন, সুজন, দীপু, তানিয়া, রিনা ও সুবর্ণা পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য, এই সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এলাকাবাসীর অভিযোগ, অর্থ ও নিজস্ব মাস্তান বাহিনীর জোরে তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
আরও পড়ুনঃ জরুরি বিজ্ঞপ্তিঃ
স্থানীয়দের দাবি, প্রায়ই এই চক্রের বিরুদ্ধে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদেরও হুমকি হত্যার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অবশেষে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা আশা করছেন, নিয়মিত পুলিশি তৎপরতা বজায় থাকলে এ ধরনের মাদকচক্র সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহল ওসির এই সাহসীকতাকে শুভেচ্ছা জানিয়েছে এবং ঘন ঘন অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান করেন