খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম গণমাধ্যমকে জানান, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে নয়জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ভারতে অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের পুশইন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত এখনও চলছে।
আরও পড়ুনঃ বিশিষ্ট শিক্ষাবিদ,সাহিত্যিক,গবেষক ও বর্ষীয়ান সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের ইন্তেকাল
আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পুশইনের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সীমান্ত আইন লঙ্ঘন করে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার এবং সীমান্ত বাহিনীর পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ ও আলোচনার দাবি উঠেছে।