স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল (৪৫) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান জুয়েল, পিতা-মৃত আবু সাঈদ, সাং-চামরুল, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া।
তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কি ধরনের মামলা বা অভিযোগ রয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার একজন কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আইন লঙ্ঘনকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”