স্টাফ রিপোর্টের বগুড়া:
ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির ( বগুড়া ও জয়পুরহাট) সংসদ দ্বি বার্ষীক নির্বাচনে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও কেন্দ্রীয় বাংলাদেশ জিয়া শিশু কিশোর সংগঠনে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী প্যানেল বিজয়ী হয়েছেন।
রাজধানীর উচ্চ বিদ্যালয়ে ২১ জুন (শনিবার) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত, রাত ৮ টার পর ফলাফল ঘোষনা করা হয়।
এবারের নির্বাচনে ৭ টি সহ সভাপতি পদে ৯ জন প্রার্থী অংশ নেয়, এবং ৫ টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে অংশ নেন ৫ জন প্রার্থী।
সহ সভাপতি পদে বিজয়ী হলেন যারা ঃ-
১) আ.ফ.ম. জিন্নাতুল ইসলাম তপন- ৩৫৮ ভোট
২) মোস্তাইন বিল্লাহ – ৩৫৪ ভোট
৩) মোকাররম হোসেন- ৩৪৭ ভোট
৪) ডা. আতাউর রহমান-৩৪৬ ভোট
৫) নাসরিন বেগম -৩৪৫ ভোট
৬) ডা. একেএম আহসান হাবীব রুবেল- ৩৪৫ ভোট
৭) জাহিদুর রহমান দিপু- ৩৩৩ ভোট
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হলেন যারা ঃ-
১) শামীম হোসেন – ৩৭৬ ভোট
২) শফিকুল ইসলাম শফিক- ৩৭৩ ভোট
৩) তানজিয়া খান -৩৬৩ ভোট
৪) ছালজার হোসেন -৩৪৭ ভোট
৫) এড. রবিউল ইসলাম রবি – ৩২৩ ভোট
আরও পড়ুনঃ “লংগদুতে ৩শতাধিক নারী-পুরুষের মাঝে লংগদু জোনের চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা”
এর আগে সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ৩৭ টি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির বাকি দুইটি পদ সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আজ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়, সহ সভাপতি পদে ৭ টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেছেন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সমিতির মোট ভোটার ১২৫০ জন, এই দুইটি পদে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন, নিভাউজ্জামান ও মিনারুল ইসলাম।