কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ জুন(বৃহস্পতিবার) ২০২৪- ২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পাঁচটি করে মোট ৩৫০টি দেশী জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ একটি মানবিক সাহায্যর আবেদন
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা উদ্ভিদ উপসহকারী কর্মকর্তা শাহানাজ লাইজু, ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।