শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

ডুমুরিয়ায় ২টি উদ্বোধন হলো বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র: প্রান্তিকদের জন্য সহজ ও হয়রানিমুক্ত সেবার আশ্বাস

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ডুমুরিয়ায় ২টি উদ্বোধন হলো বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র: প্রান্তিকদের জন্য সহজ ও হয়রানিমুক্ত সেবার আশ্বাস

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ

ডুমুরিয়া ভূমি সেবা সম্পর্কিত একটি অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন যে ভূমি সংক্রান্ত সকল সেবা এখন থেকে একটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে এবং এতে করে জনগণ উপকৃত হবে। তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের ফলে সেবার মান উন্নত হবে এবং হয়রানি কমবে।

জেলা প্রশাসক সম্ভবত ভূমি সেবা সপ্তাহ বা এ জাতীয় কোনো অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত সেবার উন্নতি এবং ডিজিটালাইজেশন নিয়ে কথা বলছিলেন। তার বক্তব্যে নিম্নলিখিত বিষয়গুলি উঠে আসতে পারে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান, এবং মৌজা ম্যাপ সহ ভূমি সংক্রান্ত সকল সেবা এখন থেকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন জনগণের হয়রানি কমাবে এবং সেবার মান উন্নত করবে। ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন আনা প্রয়োজন, যাতে করে জনগণ কাঙ্খিত সেবা পায়। সেবা গ্রহীতারা যাতে স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এই ধরনের উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে এবং জনগণ উপকৃত হবে।

আরও পড়ুনঃ জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে আওয়ামী মামলা ব্যবসায়ীর ফাঁদে জুলাই যোদ্ধা

খুলনার ডুমুরিয়া ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হলো। মঙ্গলবার‌ ২৪জুন‌ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বেসরকারিভাবে পরিচালিত “ডুমুরিয়া ভূমি সেবা সহায়তা কেন্দ্র”। এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক জনগণের জন্য ভূমি বিষয়ক সেবা সহজ, নিরাপদ এবং হয়রানি মুক্ত ভাবে পৌঁছে দেওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, নতুন এই সেবা কেন্দ্র থেকে ডুমুরিয়া সাধারণ মানুষ সরকার নির্ধারিত স্বল্প ফিন্সের বিনিময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা সংগ্রহ, দলিল যাচাই, নামজারি (মিউটেশন), খতিয়ানসহ বিভিন্ন ধরনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। আবেদনগুলো অনলাইনে জমা দেওয়ার সুযোগও থাকবে, যাতে ভোগান্তি ও সময়ের অপচয় কমে।

এমন একটি সহায়তা কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমি অফিসে দীর্ঘ লাইনে দাঁড়ানো বা দালালচক্রের হয়রানি থেকে রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে। এতে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে এবং সাধারণ জনগণের ভূমি বিষয়ক কাজে ডিজিটাল ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, খুলনা জেলায় এটি এ ধরনের প্রথম বেসরকারিভাবে পরিচালিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র, যা সরকার ও নাগরিকদের মাঝে সেতুবন্ধন রচনা করবে বলে আয়োজকদের দাবি। বাংলাদেশ সরকার ও ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই উপজেলার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই মডেলকে সারা দেশে সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় এ কেন্দ্র স্থাপনের লাইসেন্স প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর‌ আগে ডুমুরিয়া নির্বাহী অফিস,থানা ও ইউনিয়ন ভূমি অফিস,উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময়, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে

বক্তব্য দেন খুলনা এ ডিসি রাজস্ব মোঃ আক্তার হোসেন,উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএস আই কাজল মল্লিক, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা

সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,‌যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা

বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, হুমায়ূন কবির বুলু, জহুরুল হক, শেখ তহিনুল ইসলাম তুহিন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানোন‌গো‌ মোঃ জাকির হোসেন, নাজির কিরণ বালা প্রমুখ।।


এই বিভাগের আরও খবর