রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বসিক নির্বাচন : অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে গণসংযোগ

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

শ্রাবণের বারিধারা ঝরছে সকাল থেকেই। বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী গনসংযোগ করেছেন মেয়র পার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর ফিসারী রোড থেকে গণ সংযোগে নামেন বিএনপি মেয়র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। তিনি নগরের ফিসারী রোডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে ফিসারী রোডের শরীফ রাড়িতে এক উঠান বৈঠক করেন তিনি।

এসময় তিনি বলেন, পুলিশ বিএনপি’র নেতা কর্মীদের হয়রানি করছে। গ্রেফতার আতঙ্কে ভোটের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এক প্রশ্নের জবাবে সারওয়ার বলেন, যতই গ্রেফতার আর ভয়ভীতি দেখানো হোকনা কেন, বিএনপি নির্বাচনে আছে, থাকবে আর জয় নিয়েই মাঠ ছাড়বে।

দিনের অপর দিকে, নগরের পোট রোড, কলাপট্টি এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থীত নৌকা’র মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গণসংযোগকালে সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশালে একটা উৎসবমুখর পরিবেশ রইছে ভোট উপলক্ষে। তিনি আশা প্রকাশ করেন ত্রিশ তারিখ ভোটের দিন ভোটারা  কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

এদিকে জাতীয় পার্টি’র মেয়র প্রার্থীকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর খবরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারনায় সরব রয়েছেন জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি তার প্রচারণা রীতিমত চালিয়ে যাচ্ছেন। বুধবার জাতীয় পার্টির প্রধানের নির্দেশিত আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ থেকে সড়ে আসার একটি প্রেস রিলিজ গণমাধ্যমে প্রকাশিত হলেও এ ধরণের নির্দেশনা বৃহস্পতিবার অবধি পাননি বলে জানান প্রার্থী ইকবাল হোসেন।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ভারতে যাওয়ার আগে আমাকে বলেছিলেন আমি একজন লোক পাঠাচ্ছি তার নির্দেশনা মেনে চলবে। সে লোক বরিশালে এসেছিলেন, তিনি এসে দেখেন আমার মাঠ বেশ ভালো তাই তিনি আমাকে মাঠে থাকতে বলেছেন।

তিনি আরো বলেন, কেন্দ্রের কোনও লিখিত নির্দেশনা তিনি এখনো পাননি বলে নির্বাচনী মাঠে রয়েছেন এবং বিজয়ী হয়ে ঘরে ফিরবেন। এছাড়ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র প্রার্থী ওবায়দুর রহমান দিনভর গণসংযোগ করেছেন। বিকেলে নগরের সদর রোডে এক পথসভা করেন তিনি। এছাড়াও বাসদের মনোনীত মেয়র প্রার্থী ড. মনিষা চক্রবর্তী নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


এই বিভাগের আরও খবর