মোঃদুলাল সরকার গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার সময় মহাসড়কে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
আটক দুই নারী কুমিল্লা জেলার কোতয়ালীর মুরাদপুর গ্রামের মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার সোহানা (৩৭) ও একই এলাকার গর্জনখোলা গ্রামের আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।
জানা যায়, তাঁরা সম্পর্কে খালাতো বোন এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। উভয়ে মাদক মামলায় কুমিল্লা জেলা কারাগারে আটক ছিল।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।