নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ থেকে দুর্নীতি বাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। মুখে এক, কাজে ভিন্ন। সাবেক উপদেষ্টা যারা তাদের সম্পদের হিসাব তদন্ত করে জাতির কাছে প্রকাশ করতে হবে।
তাদের আয়ের উৎস আসলো কোথা থেকে। তারা এখনও অনেকেই ছাত্র। দুর্নীতি প্রমাণিত হলে, তাদের দলের জমা দেওয়া আবেদন নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। খুব শীঘ্রই আসছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার সামাজিক আন্দলন।
সামাজিক আন্দলন গড়ে তুলে জাতির কাছে তাদের চিত্র তুলে ধরে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। গত স্বৈরাচার সরকারের আমলে বৈষম্য ছিলো বলেই তাদের পতন হয়েছে।
আরও পড়ুনঃ ইরানের চমক রেজভান মিসাইল
এই দেশের সকল জাতি ধর্ম নির্বিশেষে যাদের চেতনায় হৃদয় থেকে চিন্তা ছিল ওই সরকারের বিরুদ্ধে, তাদের সকলের সহযোগিতা বৈষম্য বিরোধী আন্দোলন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
ওই আন্দোলন কারও একার কৃতিত্ব হতে পারে না। আর কেউ কেউ একক ভাবে আন্দোলন এর পরবর্তী সময়ে সুযোগ নিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি দিচ্ছে। তাদের সাথে যুক্ত হয়ে কিছু দালাল চাটুকার ইসলামের ইতিহাস বিকৃত করে জণগণের দৃষ্টি অন্য দিকে ঘুরানোর চেষ্টা করছে।
জাগো বাঙালী জাগো দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জাগো। কথিত প্রতারনামুলক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশ সর্বজনীন দলে যোগ দিন। আমরা মদিনা সনদ বাস্তবায়ান ও আল্লাহ ও রাসুল সাঃ এর সত্য ন্যায়ের আদর্শ বাস্তবায়নই আমাদের লক্ষ্য।
আসুন সকলে মিলে সুখী সমৃদ্ধিশীল একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলি।
এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে দলে দলে যোগ দিন।
মোঃ আবুল হাসেম,
সভাপতি,
বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় কমিটি।