রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনমঃ
বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক! ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা – তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে ত্যাগী পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করতে হবে ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রলয় প্রতিশোধ- আসাদুজ্জামান খান মুকুল এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা

মাদক সম্রাট সন্তোষ চক্রবর্ত্তী মধুর খুটির জোর কোথায়?

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫
মাদক সম্রাট সন্তোষ চক্রবর্ত্তী মধুর খুটির জোর কোথায়?

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার রাজউজান থানার কোয়েপাড়া গ্রামের মৃত মিন্টু চক্রবর্ত্তীর ছেলে সন্তোষ চক্রবর্ত্তী ওরফে মধুর পরিবারসহ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তার ৩ ভাই ৩ বোন এবং তার মা বকুল রানী চক্রবর্ত্তী সেও ছেলেকে সহায়তা করতে গিয়ে নিজেও মাদক কারবারের সাঙ্গে জড়িয়ে পড়েছে।

জানা গেছে, সন্তোষ চক্রবর্ত্তী মধুর পিতারা ২ ভাই মিন্টু চক্রবর্ত্তী ও ঝুন্টু চক্রবর্ত্তী। সন্তোষ চক্রবর্ত্তী মধু ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত হওয়ার পেছনে অনেক রহস্য আছে। মধুর বাবা যাকে বিয়ে করেন তার নাম বকুল রানী চক্রবর্ত্তী তার পিতার নাম জীবন চক্রবর্ত্তী (কবিরাজ)।

বাড়ী আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম এই জীবন চক্রবর্ত্তীর ৪ ছেলে তৎমধ্যে তিন ছেলেই চুরি, ডাকাতির সাথে জড়িত ছিল। অর্থাৎ মধু চক্রবর্ত্তীর মামারাও তেমন ভালো ছিল না। যার কারণে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সন্তোষ চক্রবর্ত্তী মধুর মা বকুল রানী চক্রবর্ত্তীকে অনেক চেষ্টা করেও বিয়ে দিতে পারছিলনা সংগত কারণে।

খারাপ পরিবারের সাথে কোন ভালো পরিবার সমন্ধ করতে চাইবে না এটাই স্বাভাবিক। মধুর বাবা মিন্টু চক্রবর্ত্তীও তার ভাই ঝুন্টু চক্রবর্ত্তী ছিল অশিক্ষিত এবং খারাপ প্রকৃতির লোক। মধুর কাকা ঝুন্টু চক্রবর্ত্তী ছিল একধরনের প্রতারক। চেহারা দেখতে একটু সুন্দর হওয়াতে অনেক মেয়ের বাবাকে ঠকিয়েছে। সুন্দর ছেলে দেখে যে কোন মেয়ের বাবা ঝুন্টু চক্রবর্ত্তীকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যেতেন।

এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঝুন্টু চক্রবর্ত্তী বিয়ের অভিনয়ে করে অনেক মেয়েকে বিভিন্ন জায়গায় বিয়ে করে ওদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে জায়গা পরিবর্তন করতো, একধরনের অন্যায় বা প্রতারণা আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত জীবনের শেষ ভাগে এসে পাগল হয়ে মৃত্যুর বরণ করেন।

মাদক সম্রাট সন্তোষ চক্রবর্ত্তী মধুর বাবা মিন্টু চক্রবর্ত্তী চট্টগ্রাম শহরে টেরী বাজারস্থ আফিম গলির ফুটপাতে বসে ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করতো। এতে আয় যা হতো তা দিয়ে মদ খেতো, আর কিছু টাকা বাড়ীতে পাঠাতো। এদিকে মধুর মাও ছিল অশিক্ষিত ঘরের মেয়ে তার ভাইও ছিল সন্ত্রাসী। অর্থের অভাবে হোক বা রক্তের দোষে হোক মিন্টু চক্রবর্ত্তী ও বকুল রানী চক্রবর্ত্তীর ৩ ছেলে ৩ মেয়ে কোনটাই শিক্ষার আলো পায়নি।

সন্তোষ চক্রবর্ত্তী মধুর অন্য দুই ভাই যথাক্রমে সবার বড় আশুতোষ চক্রবর্ত্তী ও মেজ ভাই পরিতোষ চক্রবর্ত্তী নিয়মিত মদ খায় আর মেজ ভাই গাঁজা সেবন করতো। বড় ভাইদের আচরণ অনুসরণ করে ছোট ভাই সন্তোষ চক্রবর্ত্তী মধুও মদ পানে আসক্ত হয়ে পরেন।

আর এই মদের টাকা জোগাড় করতে গিয়ে ছিনতাই ও ডাকাতিতে লিপ্ত হয়ে পড়েন। ২০০৭ সালে চট্টগ্রাম কলেজ ষ্টাফ কোয়াটারে ডাকাতি করতে গিয়ে বন্ধুকসহ চন্দনপুরা, সিরাজউদদৌল্লা রোড, থানা কোতোয়ালী গ্রেপ্তার হয় এবং এই মামলায় প্রায় ৫ বছর হাজতবাস করে বের হয়ে এসে আবারো ছিনতাই চুরি ডাকাতির কাজ অব্যাহত রাখে।
একটা পরিবারের মা হচ্ছে বড় অভিভাবক, কিন্তু মধুর মা বকুল রানী চক্রবর্ত্তী হচ্ছে আরো খারাপ মহিলা যার কারণে ছেলেগুলোর এই পরিনতি।

বর্তমানে মধুর বড় দুই ভাই আশুতোষ চক্রবর্ত্তী ও পরিতোষ চক্রবর্ত্তী চট্টগ্রাম শহরে পরিবার নিয়ে বসবাস করে। এক সময় গ্রামের বাড়ীতে (কোয়েপাড়া, রাউজান) থাকা অবস্থায় আশুতোষ ও পরিতোষ দুজনই সস্ত্রাসী কাজে লিপ্ত ছিল। বড় ভাই আশুতোষ চক্রবর্র্ত্তী গ্রামের বাড়ীর অন্যান্য অংশীদারদের গাছ বিক্রি ও পুকুরের মাছ বিক্রি চলতো। নোংড়া কাজে জড়িত থাকায় গ্রামের শিক্ষিত লোকেরাও ওদের ভয় পেতো।

বর্তমানে সন্তোষ চক্রবর্ত্তী মধু গ্রাম-কোয়েকপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামে বাস করে। দক্ষিন রাউজানের মদের ব্যবসা পুরাই তার নিয়ন্ত্রণে চলে। গ্রামের বাড়ীর অন্যান্য অংশীদারদের সম্পত্তি দখল করে আছে প্রায় ১২ বছর যাবত। সম্পত্তির অংশীদারগণ গত ১১ জুন তাদের নিজ বাড়ীতে গেলে তাদের উপর ধাড়ালো কৃচ ও লাঠিসোঠা নিয়ে হামলা করে।

তখন তার পক্ষে প্রায় ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত ছিল। এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। সে আওয়ামী লীগ আমলেও দাপটের সহিত মাদক ব্যবস্থা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরও সে একই অবস্থায় বলবৎ রয়েছে এবং সে নিজেকে বিএনপি’র ৮নং ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দেয়।

সে কথায় কথায় বলে তোমরা আমার কিছুই করতে পারবেনা। আর্মি, র‌্যাব, পুলিশ সবার সাথে আমার সম্পর্ক রয়েছে, প্রশাসনের সাথে যদি আমার সম্পর্ক না থাকতো আমার ব্যবসা চলে কি করে? রাউজানে আমার চলার পথে কেউ বাধা হয়ে দাড়ালে আমি তাকে দেশ ছাড়া করে ছাড়ব।

আরও পড়ুনঃ তালার বালিয়ায় মাছের ঘের লুটপাট ,দখলের চেষ্টা

গত ৩ (তিন) মাস আগে কোয়েপাড়া গ্রামে রাজেশ ভট্টাচার্য (গোড়া) নামে ব্যক্তি নিহত হয়েছে, রাজেশ ভট্টাচার্য নিহত হওয়ার পিছনেও তার হাত আছে বলে স্থানীয়রা মনে করে। এখনও এই হত্যার কোন আসামী গ্রেপ্তার হয়নি।

স্থানীয়দের ধারনা এই মাদক সম্রাট ও সন্ত্রাসী মধুকে গ্রেপ্তার করলে রাজেশ ভট্টাচার্য (গোড়া) হত্যার আসল রহস্য বেড়িয়ে আসবে। স্থানীয় প্রশাসনের কাছে একাবাসীর অনুরোধ এই মাদক সম্রাট ও সন্ত্রাসী সন্তোষ চক্রবর্ত্তী মধুকে গ্রেপ্তার পূর্বক এলাকার সাধারণ জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

উল্লেখ্য যে, তার নামে রাউজান থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। সে বহুবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তা ও রাউজান থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীগণের পক্ষে গত ১৭/০৬/২০২৫ইং তারিখে আইজিপি বরাবরে একখানা অভিযোগ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর