গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে বীজ ধান ভিজানোর বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) সকালে নিজ বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার পুত্র।
আরও পড়ুনঃ জয়পুরহাটে ছাত্রদের নিকটে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক- ৩
পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলায় বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। পরিবারের সদস্যরা কিছু সময়ের জন্য তার প্রতি নজর না দেওয়ায় শিশুটি অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে বালতিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই শিশুটির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।