মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে বিভিন্ন জঙ্গল ও ময়লা আবর্জনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা
বাস্তবায়নের লক্ষ্যে মশা নিধন কর্মসূচি অব্যাহত পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয় সম্পাদক কামরুজ্জামান রতন।
আজ শুক্রবার বিকেলে উপজেলা ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তার নিজ বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মশা নিধন কর্মসূচি পালন করেন।
আরও পড়ুনঃ গজারিয়ায় দুই নৌ চাঁদাবাজকে আটক করে পুলিশে দিল জনতা
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা কৃষকলের আহবায়ক রাসেল দেওয়ান,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মারুফ মিয়াজি, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাসুম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজান,
সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল্লাহ হক, উপজেলা যুবদল নেতা আকতারুজ্জামান,উপজেলা যুবদলের সদস্য ইসলাম,হোসেন্দী ইউনিয়ন বিএনপির মমিন মৃধা,ভবেরচর ইউনিয়ন কৃষক দলের সিদ্দিকুর রহমান, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।