মোজাফফর রহমান বিশেষ প্রতিনিধিঃ
১৯শে জুন২৫ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের অন্তর্গত তল্লাতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
অত্র মাদ্রাসার সভাপতি নির্বাচিত করার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা ইউআইটিআরসিই ভবনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ রাশেদা খানম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম কে অত্র তল্লাতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতিতে “নষ্ট মূল” বলতে কাদের বোঝানো হয়?
ম্যানেজিং কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বগুড়া-৭ আসনের সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারণ অভিভাবক সদস্য সামছুল বারী, সাধারণ অভিভাবক সদস্য ফেরদাউস আলম, সাধারণ অভিভাবক সদস্য জসিম উদ্দিন, সাধারণ অভিভাবক সদস্য মোঃ রেজাউল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মালেকা বেওয়া,
সাধারণ শিক্ষক প্রতিনিধি (দাখিল স্তর) মোঃ হেলাল উদ্দিন, সাধারণ শিক্ষক প্রতিনিধি (এবতেদায়ী স্তর) মঞ্জুরুল ইসলাম,।সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি তাহরিন আখতার। এছাড়াও অত্র মাদ্রাসা সুপার (পদাধিকার বলে) তরিকুল ইসলাম সদস্য সচিব মনোনীত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের অন্যতম সদস্য আব্দুল মতিন।