গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চারমাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটার সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ার ও স্বর্ণের দোকানের নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে মূল্যবান মালামাল লুটে নেওয়া আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনঃ নাঙ্গলকোটে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আটককৃত ডাকাত সদস্যরা হলো:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪), চাঁদপুর জেলার সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব (৩২),
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ
(৩০),কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের সাওজান আলীর ছেলে জহুরুল (৩২),কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফারুক (২৮), ভোলা জেলার লালমোহন উপজেলার হালিমনগর এলাকার মৃত হারেস উদ্দিনের ছেলে ইসমাইল (৩৩).