কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে ইরফান আহমেদ নামে ১মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইরফান মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের মোহাম্মাদ আলমের ছেলে।
মঙ্গলবার বিকালে মাইরাগাঁও গ্রামের জামাল মৎস্য খামারের পুকুরের পাশে হাটতে গেলে তাকে সাপে কমড় দেয়।
আরও পড়ুনঃ শিল্পকলা একাডেমি ইউএস’এ “র একযুগ পূর্তি র অনুষ্ঠান ২৯ জুন ,রবিবার
পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।