খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নতুন করে আবার ও নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তাদেরকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ওয়াশী গ্রামের বাসিন্দা। তার সেখান ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে। বর্তমানে পুশইন হওয়া ব্যক্তিরা স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।
আরও পড়ুনঃ ডিসিকে প্রশ্ন করায় ডিসি ও এডিসি’র সামনেই সাংবাদিককে পেটাতে উদ্যত হলেন বিএনপি নেতা
জানা গেছে, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিকে পুশইন করা শুরু করে ভারত। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।