ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পালিয়ে বিয়ে করেছিলেন। অথচ বাংলাদেশী ভেবে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় এই দম্পত্তিকে পুশ ইন করে দেয় বিএসএফ। বিএসএফ এত বোকায় পরিণত হয়েছে যে, নিজেদের লোকজনকে চিনতে পারছে না।
বাংলাদেশীদের সাথে পুশ ইন হয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশে ৪ চারদিন হানিমুন করে গেলেন এই দম্পতি। তাঁরা হলেন ফজের মন্ডল (২১) ও তাঁর স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)। ফজেরের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিহারপুর গ্রামে। তাছলিমার বাড়ি একই থানার পাঁচবাড়িয়া গ্রামে।
আরও পড়ুনঃ ডুমুরিয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাপসার বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের দিক থেকে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। এদের মধ্যে দুজন তারা।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে তাঁদের ফেরত দেওয়া হয়।
তথ্যসুত্র : ভারতীয় মিডিয়া Republic Bangla