রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে , অস্থির পৃথিবীতে কি হতে যাচ্ছে

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

সম্পাদকঃ

কথিত বিশ্ব শাসন ব্যাবস্থা জিম্মি হয়ে আছে। কথিত  মানবাধিকার সংস্থাগুলো তারা কোথায়।এই জাতিসংঘের মানে কি? এটি হলো বিশ্ব মানবতার নামে তামাশা ও চোষন খুরি ফাঁদ।যারা বিশ্বের শান্তি নষ্ট করে দাবার চাল দিয়ে বিভক্ত করে রাখে পৃথিবীর সমাজ ব্যাবস্থাকে।

মানবতা ও মানবাধিকার এর অস্তিত্ব এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।যদি তা নাহয়, যুদ্ধ সৃষ্টির পূর্বে তাদের কোনো সমাধানের নিমিত্তে উদ্যোগ নেয় না।যুদ্ধ শুরু হবার পরে লক্ষ লক্ষ
মানুষের প্রাণ হত্যা ও সম্পদের ক্ষতি হওয়ার পরে  সমাধানের চেষ্টা করার মানে কি?

আন্তর্জাতিক বিষয়ক সংস্থাগুলির দায়িত্ব তাদের নিরবতায় প্রমাণ করে তাদের দারথের বাইরে দায়িত্ব পালন করে না।যদি তাই হত, রাশিয়া- ইউক্রেন, ফিলিস্তিন- ইসরাইল- ইরান সহ বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ সৃষ্টি হত না।একই সাথে আরব লীগ, ওআইসির মতো বৈশ্বিক শক্তি ধর ইসলাম নামধারী জোটের সুযোগ সন্ধানী আচরণের কারণে
মুসলিম বিশ্বের আজ এই অবস্থা।

আরও পড়ুনঃ ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং ২০ জুন

আরব রাষ্ট্রগুলোর সরকার ও সরকার প্রধানগণ যে নগ্নভাবে নাটকীয় ভঙ্গিতে যেকোন যুদ্ধ শুরুর পর লোক দেখানো  মানবতার কথা বলে।অজস্র নিরীহ নারী ও শিশুর লাশ দেখে শুধু নীরবে তাকিয়ে রয়। কত শত শিশু মা বাবা হারিয়ে খাবার না পেয়ে নীল আকাশের নিচে মৃত্যুর কলে ঢলে পড়ে। হায়রে মানবতা।এটাই কি ইসলামের আদর্শ।

 

সন্ত্রাসী হামলাকারী হা’না’দার ই*স*রা’ইল ও ইহুদিরা একের পর মুসলিম রাষ্ট্রগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে চলেছে।  কারণ মুসলিম কখনো এক হতে পারেনি। তারা নিজ নিজ দেশের স্বার্থে ইহুদি রাষ্ট্রের দালালি ও চাটুকারিতা করে থাকে। যার ফলে আরব মুসলিম লীগ ও আই সি থাকা সত্ত্বেও তাদের কার্যক্রমের ভুমিকা নিয়ে প্রশ্ন। কারণ তারা নিজ নিজ দেশের স্বার্থে বিভক্ত হয়ে থাকায় ইহুদী রাষ্ট্রগুলো কৌশলী প্রভাব বিস্তার করে যাচ্ছে।

এমতাবস্থায় বিশ্বের মুসলিম জনতাকে নিজেদের রক্ষায় নিজেদেরকেই পদক্ষেপ নেওয়া উচিত। সমস্ত মুসলিম দেশগুলো আল্লাহ ও নবী রাসুলের নির্দেশনা হৃদয়ে ধারন করে একত্ত্রিত হয়ে ইহুদী সন্ত্রাসবাদী শান্তিবিরধি দেশ গুলর সাথে দূরত্ব বজায় রাখা উচিত বলে মনে করি।

ইজরাইলের সন্ত্রাসী তান্ডবের ব্যপারে মুসলিম বিশ্বের নীরব ভূমিকা  বিশ্ব মুসলিম  জাতিকে ব্যাথিত করে তুলেছে।এখন শুধু বিশ্বের শান্তি ফিরিয়ে দেওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোন পথ নাই। কারণ আল্লাহই সমস্ত সৃষ্টি জগতের মালিক।

মোঃ আবুল হাসেম,

সম্পাদক ও প্রকাশক,

সভাপতি,

বাংলাদেশ সর্বজনীন দল, কেন্দ্রীয় কমিটি।


এই বিভাগের আরও খবর