সাংবাদিক মোহাম্মদ আলম:
কক্সবাজারের পর্যটনখাতকে কলঙ্কিত করছে কিছু তরুণ-তরুণীর অবাধ ও অনৈতিক কার্যকলাপ। হোটেল-মোটেলে চলে অশ্লীলতার আসর—যার ফলে কক্সবাজারের মতো সম্ভাবনাময় পর্যটন এলাকা আজ প্রশ্নবিদ্ধ।
সম্প্রতি রামু ও টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন হোটেল থেকে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে প্রশাসন।
আরও পড়ুনঃ আমার বাবা আমার প্রেরণা – লায়ন মোঃ গনি মিয়া বাবুল
অবাক করার মতো বিষয় হলো—আগে দেখা যেত সাধারণ ব্র্যান্ডের মোবাইল, এখন হাতে হাতে আইফোন! প্রশ্ন জাগে—কোথা থেকে আসে এই অতিরিক্ত অর্থ? কারা দিচ্ছে পৃষ্ঠপোষকতা?
এই অবস্থা চলতে থাকলে কক্সবাজার হারাবে তার সুনাম ও পর্যটকবান্ধব পরিচিতি।
প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকেই সচেতন হতে হবে—এইসব অনৈতিক কর্মকাণ্ড রোধে।