বিশেষ প্রতিনিধিঃ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৪ জুন ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখার উপসচিব মোঃ হাসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে মীর আব্দুস সাহিদকে প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়।
আরও পড়ুনঃ মোড়েলগঞ্জে পুটিখালি দুই পক্ষের সংঘের ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত
এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) ও একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তিনি একজন সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে এই কর্মকর্তার।