গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির অনুমোদনে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে পৃথকভাবে উপজেলা ও পৌর বিএনপির এই আহ্বায়ক কমিটিগুলো ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সিকদার এবং সদস্য সচিব হয়েছেন এম আনোয়ার হোসেন। এ কমিটিতে মোট ৪১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুনঃ মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধিতা দু’পক্ষে সংঘর্ষে আহত ১০
অন্যদিকে, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মামুদ সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মহসিন উজ্জামান। এ কমিটিতেও সদস্য সংখ্যা ৪১ জন।
কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান ও সুসংগঠিত হবে।