শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি- মান্নান মুন্না, সাধারণ সম্পাদক সম্পাদক- সোলায়মান আকাশ

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫
বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি- মান্নান মুন্না, সাধারণ সম্পাদক সম্পাদক- সোলায়মান আকাশ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মেলন গত ১৩ জুন শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরস্থ চৌধুরী সেন্টারের ( ৬ষ্ঠ তলায়) অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ঢাকা ট্রিবিউনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি বিজয় ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ ফোরকার আবু, নিউজ চব্বিশ ঘন্টার পরিচালনা সম্পাদক মাষ্টার আবুল হোসেন,

দৈনিক সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক সংবাদ প্রতিনিধি রনজিত কুমার ধর, দ্যা নিউ নেশন কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি এইচ এম মান্নান মুন্না, দ্যা কান্ট্রি টুডে ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি সোলায়মান আকাশ, দৈনিক ইনফো বাংলা সহ সম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া,

দ্যা বাংলাদেশ টুডে কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেজবাহ উদ্দিন, পাক্ষিক খবরিকার নিজস্ব প্রতিবেদক মীর হোসেন প্রমুখ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করা হয়।

উক্ত কমিটি নিন্মরুপ সভাপতি এইচ এম মান্নান মুন্না (দ্যা নিউ নেশন), সিনিয়র সহ সভাপতি সৈয়দ ফোরকান আবু ( দৈনিক যুগান্তর), সহ সভাপতি বৃন্দ যথাক্রমে মাহবুব পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী), মাষ্টার আবুল হোসেন ( নিউজ চব্বিশ ঘন্টা ), রনজিত ধর ( দৈনিক সংবাদ), বিজয় ধর ( ঢাকা ট্রিবিউন), সাধারন সম্পাদক সোলায়মান আকাশ (দ্যা কান্ট্রি টুডে ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি) যুগ্ম সাধারন সম্পাদকবৃন্দ যথাক্রমে ছোটন কান্তি নাথ ( দৈনিককালের কন্ঠ ও দৈনিক আজাদী),

নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস), নুর মোহাম্মদ রানা (দৈনিক সময়ের কাগজ)। সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ( দৈনিক আজাদী), কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন (দ্যা বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক নির্দেশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন ভূঞা ( দৈনিক গিরিদর্পন ও দৈনিক বাংলাদেশ সমাচার), তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সাহেদ, ক্রিড়া সম্পাদক মীর হোসেন ( পাক্ষিক খবরিকা ),

সমাজ কল্যান সম্পাদক মনজুরুল আলম। কার্যনির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে রবিউল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ এর সভাপতি মীর আসলাম ( দৈনিক আজাদী / যায় যায় দিন) চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ সাধারন সম্পাদক রাজীব মজুমদার ( দৈনিক জনকন্ঠ / গ্লোবাল টিভি) । উপরোক্ত দায়িত্বশীল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

সভায় বক্তাগন বাসাপ এর কার্যক্রম ও সংগঠন দেশব্যাপী সংগঠিত করে স্ব স্ব পত্রিকার কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে পত্রিকার সম্পাদক মালিক ও সাংবাদিকদের দেশের সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার দায়বদ্ধতা থেকে সরকারের কাছে ন্যুন্যতম অধিকারের দাবী উপস্থাপনের প্রস্তুতি গ্রহন করার আহ্বান জানানো হয়।
বাসাপ মীরসরাই উপজেলা কমিটি :: বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ) এর মীরসরাই উপজেলা কমিটি ও অনুমোদন প্রদান করা হয় উক্ত সভায়।

অনুমোদিত উক্ত কমিটির কর্মকর্তাগন যথাক্রমে আহ্বায়ক রনজিত ধর ( দৈনিক সংবাদ), যুগ্ম আহ্বায়কবৃন্দ যথাক্রমে প্রফেসর আক্তারুজ্বামান ( কলামিষ্ট/ প্রাবন্ধিক), মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম ( প্রাবন্ধিক/ কলামিষ্ট ও নাট্যজন) ও নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ/ চ্যানেল এস), সদস্য সচিব নাসির উদ্দিন ভূঞা ( দৈনিক গিরি দর্পন ও দৈনিক আজকের সমাচার ) সদস্যগন যথাক্রমে মীর হোসেন ( পাক্ষিক খবরিকা), ইব্রাহিম বাদশা (দৈনিক মুক্তখবর), তাকিবুর রহমান ( খবরিকা মাল্টিমিডিয়া)।

এছাড়া মীরসরাই উপজেলা কমিটির উপদেষ্ঠা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী রাজীব মজুমদার ( দৈনিক জনকন্ঠ ও গ্লোবাল টিভি), উত্তর জেলার প্রচার সম্পাদক জাবেদ হোসাইন ( দৈনিক স্বদেশ প্রতিদিন) ও উত্তর জেলা দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন রনি ( পাক্ষিক খবরিকা )


এই বিভাগের আরও খবর