বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রত্তন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাড়ফা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রত্তন মোল্লার উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রত্তন মোল্লা শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর, এবার চাকরি পাবেন লক্ষাধিক বেকার
একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
বৃদ্ধের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শরিফ।
তিনি জানান, পানিতে তলিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে নদীর গভীরতা বেশি হওয়ায় খুলনা বিভাগীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দলের সহায়তায় দুপুর ২টার দিকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।