খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়িতে চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদক পানছড়িতে আটক করে থানা পুলিশ।
শনিবার (১৪ জুন) দুপুরে পানছড়ি বাজার হতে এসআই দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ মোবাইল ডিউটি কালীন সময়ে পানছড়ি থানার ০৩ সেপ্টেম্বর ২০২৪ মামলার আসামী মোঃ হুমায়ন কবির (৪৫)’কে আটক করে। মোঃ হুমায়ন কবির চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদক ও বায়জিদ বোস্তামি থানার শ্রমিক ফেডারেশন সিএনজি সমবায় সমিতির সভাপতি ।
আরও পড়ুনঃ দীঘিনালায় মাইনি নদীতে স্কুলছাত্র আরিয়ানের নিখোঁজের ৬ ঘন্টা পরে মরদেহ উদ্ধার
আটককৃত মোঃ হুমায়ন কবির (৪৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আঃ রব এর ছেলে। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে স্ত্রী সন্তান নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করে। তার এক মেয়ের জামাতার বাড়ি পানছড়ি উপজেলার পাইলট ফার্ম ও শশুর বাড়ী মোল্লাপাড়া । ঈদ উল আযহা উপলক্ষে পানছড়িতে এসেছিলো বলে তার পারিবারিক সুত্রে জানায়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে বিধি মোতাবেক খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।