কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাঈম ইসলাম (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নাঈম ওই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে নাঈম বাড়ির পাশের একটি সড়কের ধারে থাকা জাম গাছে পাকা জাম পাড়তে ওঠে।
আরও পড়ুনঃ বিএনপি নেতা জয়ন্ত কুণ্ডুকে লক্ষ্য করে ৩ ককটেল নিক্ষেপ, দুর্বৃত্তদের ধাওয়া
গাছের উঁচু একটি ডাল থেকে জাম পাড়ার সময় হঠাৎ পা পিছলে সে মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘জাম গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।