ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মদপান করে পুকরের মাঝখানের পানি থেকে নাঈম (৩০) মিয়া নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১১ জুন ২০২৫) সকালে ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্যাস অফিস সংলগ্ন পুকুরে এই ঘটনাটি ঘটে।
নাঈম ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। ভালুকার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে।
তিনি বলেন, সকালে ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্যাস অফিস সংলগ্ন একটি মজা পুকুরের মাঝখান থেকে অর্ধডোবা অবস্থা এক যুবককে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ত্রিশ মিনিটের চেষ্টা অক্ষত অবস্থায় যুবককে উদ্ধার করি। উদ্ধার করার পর দেখা যায় যুবকটি মাদকাসক্ত ও মাতাল।
ভালুকায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমান আরও বলেন, উদ্ধারের পর নাঈমকে মা -বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।