
“আমের ভাইয়ের কথা”-
কলমে: মোঃ শিবলী নোমান
মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই
অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল।
তার এই ভালোবাসা আর বিশ্বাস
আল্লাহতালা কবুল করে নিল।
বলছি আমি সেই লিবিয়ার যুবক
আমের ভাইয়ের কথা।
ত্রিপুলি বিমানবন্দরে আমির ভাইকে
নিয়ে এক ঘটনা ঘটে তথা।
এবার হজ্বে যাওয়ার জন্য তার
বুক ভরা আশা ছিল।
সেই যুবক সবকিছু গুছিয়ে নিয়ে
সে বিমানবন্দরে এলো।
লিবিয়ার যুবক মিশরের বিমানবন্দর হয়ে
সে এবার হজ করতে যাবে।
বিমানবন্দরের নিরাপত্তার কারণে
সে বাধা হয়ে দাঁড়ালো তবে।
বিমানবন্দরের কর্মকর্তারা এসে বলে
ভাই তুমি আফসোস করো না।
এবার ভাগ্যে নাই তোমার হজ্ব করার
তাই হয়তো যাওয়া হবে না।
সেই যুবকটির ঈমান ছিল পর্বত সম
যা ভেঙে পড়ার নয়।
আল্লাহর ইচ্ছায় উড়ে যাওয়া বিমান
ফিরে এসে তাকে নিতে বাধ্য হয়।
তারিখ: ০৬/০৫/২০২৫
সিঙ্গাপুর থেকে।